ভোলায় মধ্য রাত থেকে মেঘনা ও তেতুঁলিয়ায় ইলিশ ধরা নিষিদ্ধ মির্জাগঞ্জে
এস আর শাকিব খান, ভোলা প্রতিনিধিঃ
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ২২ দিনের জন্য ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ (১৪ অক্টোবর) রাত ১২টা এক মিনিট থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর ফলে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত উপকূলীয় জলসীমায় ইলিশ আহরণ, জাল ফেলা, বিক্রি, সংরক্ষণ ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। ভোলার খাল,নাছির মাঝি,কোরার হাট,তুলাতলি,জংশন সহ বিভিন্ন ঘাট গুলোতে ঘুরে দেখা যায় নদী থেকে মাছ ধরার ট্রালার গুলোকে তাদের নিজ নিজ হেফাজতে নিয়েছে জেলেরা। নাছির মাঝি এলাকার মাকসুদ মাঝি জানায়,প্রতিবছরের মতো এবারও সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী অভিযানের দিনগুলোতে আমরা মা ইলিশ রক্ষার্থে নদীতে মাছ শিকার করতে যাবোনা।অভিযান কালীন সময়ে মা ইলিশ রক্ষার্থে সরকার আমাদের জেলে কার্ডের মাধ্যমে সহায়তা করে যাচ্ছে। এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার আসাদুজ্জামান বলেন,মা ইলিশ রক্ষার্থে প্রতিবারের মতো এবারও কোস্টগার্ড,পুলিশ,র্যাব নিয়ে আমরা সকল প্রস্তুতি সম্পুন্ন করেছি।সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেই যদি নদীতে মা ইলিশ শিকারে নামে তাদের আইনী বিরুদ্ধে ব্যবস্তা নেবো। তিনি আরও বলেন, সকলে যেন মাছ ধরা ও বিক্রি হতে বিরত থাকে এবং তাদেরকে সহযোগিতা করতে।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।