এস আর শাকিব খান, ভোলা প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে মোসাঃ শিল্পি বেগম (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ২নং ওয়ার্ড কচুয়াখালী গ্রামের মোবারক আলী খান বাড়ি এ লাশ উদ্ধার করা হয়। শিল্পি বেগম ওই বাড়ির মৃত মোবারক আলী খানের ছেলে মোঃ জামালের খানের স্ত্রী। তাদের ঘরে ১২ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
স্থানীয়রা জানায়, গৃহবধূর মৃগি রোগ ছিল। তার শাশুরি অসুস্থতা জনিত কারণে ঢাকায় এবং পঞ্চম শ্রেণী পড়ুয়া মেয়ে স্থানীয় মাদ্রাসায় পড়ার কারণে ঘরে স্বামী জামাল ছাড়া অন্য কেউ থাকতো না। আজ দুপুরে ঘরের পাশের পুকুরে ওই গৃহবধূকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঘরে আনা হয়। এসময় স্থানীয় ডাক্তার ডেকে আনা হলে গৃহবধূকে মৃত ঘোষণা করেন তিনি। এদিকে সংবাদ পেয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। জিডিমূলে ওই গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে আগামীকাল ময়নাতদন্তের জন্য ভোলায় প্রেরণ করা হবে।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।