কবি আমি হতে চাই না, আগেই বলে রাখি
তোমাদের মাঝে কিছু কথা বলি আজি,
জানি লাগবে না ভালো তবুও বলতে ইচ্ছে হলো,
ইচ্ছে আমার পাহাড় সমান তোমরা জানো না তো,
কি যে করি মাঝে মাঝে ভেবে আমি পাই না।।
কবি আমি হতে চাই না, আগেই বলে রাখি
মনের কথা খাতায় লিখে ফেরোবো বহুদুর,
দেশ-বিদেশের ঘুরে বেরিয়ে দেখবো অজানা কত কী,
নেতা আমি নয় যে বক্তব্য তোমাদের শুনাবো,
যা বলছি বিশ্বাস কর মিথ্যে আমি বলি না।।
কবি আমি হতে চাই না, আগেই বলে রাখি
রাত্রি আঁধারে অন্ধকারে সেটাই আমার ভাবনা,
মানুষের কষ্টের জীবন যাপন আমার ভালো লাগে না,
আমার লেখাই ফুটিয়ে তুলবো তাদের এই যন্ত্রণা,
এটাই আমার কামনা জীবনের কল্পনায় ।।
কবি আমি হতে চাই না, আগেই বলে রাখি,
তোমরা আমায় ভালোবাসো দিওনা কেউ গালি,
কবিতা আমার ভালো হয়নি সেটা আমি জানি,
তবুও আমার লিখার ইচ্ছা আছে বহু খানি,
বেঁচে আছি যতদিন লিখবো আমি ততোদিন।।
কবি আমি হতে চাই না, আগেই বলে রাখি
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।