নাটোর জেলার সিংড়া উপজেলার কবি হাবিবুর রহমানের আজ জন্মদিন।
কবি হাবিবুর রহমান নাটোর জেলার সিংড়া উপজেলার কৈগ্রামে ১৬-ই অক্টোবর জম্ম গ্রহন করেন। তার পিতার নাম মোঃ কায়েম উদ্দিন সরকার,মাতার নাম খায়রুন নেছা। তার প্রকাশিত একক কাব্যগ্রন্থ সমূহঃ” সমাজ বিপ্লব”(২০০৫),”কলেজের সিঁড়ি”(২০০৯),”প্রেমিকা”(২০১৭)এবং” নূপুর”২০১৮ সালে প্রকাশিত হয় ।
কবি লিখনীর মাধ্যমে সমাজকে সুন্দর করতে চায়। তার প্রতিটা কাব্যগ্রন্থ পাঠক প্রিয়। তার লেখা কবিতা সমূহ নিয়মিত স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়ে চলেছে। তিনি ছোট গল্প লিখে থাকেন, তার লেখা ছোট গল্প সবার কাছে প্রিয়। ৫৫টির ও বেশি যৌথ কাব্যগ্রন্থে তার লেখা কবিতা রয়েছে। তিনি মা মাটি মানুষের কবি। তিনি চলনবিল সাহিত্য সাংসদের সদস্য। জম্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল প্রিয় কবি, সাহিত্যকের জন্য ।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।