রাণীশংকৈলে পৌর সভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে সাদেকুল ইসলাম
মাহাবুব আলম রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি ।
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে পৌর সভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে এবার আগামী পৌর সভায় নির্বাচন করবেন সাদেকুল ইসলাম । তিনি বিগত ২০১৫ শালের ৩০ শে ডিসেম্বর ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে জনগণের ভোটে নির্বাচিত হন । বর্তমানে তার ওয়ার্ড ৮ নং কেটে এবার ৭ নঙ্গে এসেছে বলে জানান তিনি ।
এ বিষয়ে সাদেকুল ইসলাম সাংবাদিকদেরকে বলেন আমি আমার এলাকায় কাউন্সিলর থাকা অবস্থায় গরিব অসহায় মানুষের পাশে থেকে কাজ করেছি । নয়নপুর আদিবাসীদের টয়লেট , সেলাই মেশিন , টিউবওয়েল , এবং প্রায় ৬০০ মিটার রাস্তা পাকা করণ করে দিয়েছি । করোনা কালে আমার ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে ৬০০ শত ত্রাণ বিতরণ করেছি ।
মসজিদে সোলার প্যানেল বিতরণ দিয়েছি । মাদ্রাসা সংস্কারের জন্য প্রায় ষোল হাজার টাকা অনুদান দিয়েছি । অত্র ওয়ার্ডে প্রায় ৩৫,০০০ শত মিটার রাস্তা পাকা করণ ও ২৫০ মিটার রাস্তা হিরিমবোম করেছি । ষোল জন মহিলাকে প্রশিক্ষণের মাধ্যমে একটি করে সেলাই মেশিন ও প্রত্যেককে ষোল হাজার টাকা করে অনুদান করেছি ।
এলাকার যুবকেরা যেন মাদক আদসক্ত না হয় । তাদের জন্য খেলার যতপ্রকার সামগ্রী রয়েছে সেগুলো বিতরণ করেছি । একটি টিম গঠন করেছি প্রত্যেক মাসে একটি করে মিটিং অনুষ্ঠিত হয় । সেই মিটিংঙ্গে কার কি চাওয়া পাওয়া সেটা শুনে তাদের চাহিদা পূরণ করার চেষ্টা করি । এবং এলাকার যে কোন মানুষের যদি হঠাৎ করে রক্তের প্রয়োজন হয় সেটা তাদের মাধ্যমে আমি সহ মেনেজ করে দেই ।
আমি এবার আবারো ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করবো । যদি এলাকার লোকজন আমাকে নির্বাচিত করে তাহলে অত্র ৭ নং ওয়ার্ডের অসমাপ্ত রাস্তা থেকে শুরু করে যত প্রকার কাজ কর্ম রয়েছে সেগুলি সমাপ্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ।
এ বিষয়ে অত্র এলাকার হুরমত আলী,নবকুমার রায়,ও নাসির উদ্দিনকে সহ আরো অনেকেই জিঙ্গাসা বাদ করলে যে সাদেকুল ইসলাম কাউন্সিলর হিসেবে কেমন ছিল । এমন প্রশ্নের উত্তরে তিনারা বলে উঠলেন যে ওনি নিশ্বসন্দেহ একজন ভালো মনের মানুষ ছিল এলাকার যেকোন মানুষ বিপদে আপদে পড়লে ছুটে আসত বলে জানান এলাকাবাসীও ।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।