অভয়নগরে প্রতিবন্ধী শিশু শেফা ৮ দিন ধরে নিখোঁজ
মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর
যশোরের অভয়নগর উপজেলার বুনারামনগর গ্রামের মো. মুক্তার হোসেনের বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) কন্যা ফারিয়া আক্তার শেফা (১৪) গত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
মেয়েটিকে হারিয়ে মুক্তার হোসেনের পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় তাকে খুঁজে বেরিয়েছেন।
অভয়নগর থানায় অভিযোগ সূত্রে জানা যায়, বুদ্ধি প্রতিবন্ধী শেফা গত ১২ অক্টোবর বিকালে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে নওয়াপাড়া রেল স্টেশনে আসে। পরিবারের লোকেরা খোঁজ নিয়ে জানতে পারে নিখোঁজ হওয়া শিশু শেফা রাজশাহীগামী একটি ট্রেনে ওঠে পড়ে।
শেফার পিতা মো. মুক্তার হোসেন জানান, তার মেয়েটি ৫ ফুট ২ ইঞ্চি লম্বা, গায়ের রং সাদা, মুখমণ্ডল গোলাকার, মুখে একটি ফোঁড়ার দাগ রয়েছে। বর্তমানে তার মাথায় নেই চুল। বাবার নাম ছাড়া নিখোঁজ হওয়া শেফা আর কিছুই বলতে পারে না। তার পরনে ছিল নেভি ব্লু রংয়ের জামা।
তিনি কাঁদতে কাঁদতে তার মেয়েটির সন্ধান পেলে ০১৭১৮-১৩৭৫৮৭ নম্বর মোবাইল ফোনে জানানোর অনুরোধ জানিয়েছেন।
বিষয়টি সম্পর্কে অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে নিখোঁজ হওয়া প্রতিবন্ধী শিশুটিকে খোঁজা হচ্ছে।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।