নওয়াপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট: থানায় অভিযোগ দায়ের
স্টাফ রিপোটার অভয়নগর যশোর প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে।
ঘটনায় বুইকরা গ্রামের মৃত গফফার মিনার ছেলে নিয়াজ উদ্দিন আকাশ (২৪) দুর্বৃত্তের মারপিটের শিকার হয়েছেন। আহতরা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েরেছ।
ঘটনাটি বুধবার সন্ধ্যায় বুইকরা জগো বাবুর মোড় এলাকায় ঘটে। এ ঘটনায় আহতের ভাই এম এম আরাফাত হোসেন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, বুইকরা গ্রামের মৃত গফফার মিনার ছেলে মশিউল আজম সাগরের ট্রাকের সাথে ধাক্কা দিয়ে এক মোটর সাইকেল চালক পড়ে যায়। এ সময় বুইকরা গ্রামের জগোমোড় এলাকার আমজেদের ছেলে সাদ্দাম (২৫), একই এলাকার ছাত্তারের ছেলে পুলু (২৬), ছবুরের ছেলে আনারুল (২৭) এবং একই এলাকার আলামিন (২৪) সহ অজ্ঞাত ৭/৮জন দুর্বৃত্ত বুইকরা গ্রামের মৃত গফফার মিনার ছেলে নিয়াজ উদ্দিন আকাশকে মারপিট শুরু করে।
পরে দুর্বৃত্তরা আকাশকে তাদের বাড়ি নিয়ে যায় এবং ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করলে হত্যার হুমকি দিয়ে দুর্বৃত্তরা চলে যায়। ভুক্তভোগীরা কোন উপায় না পেয়ে থানায় অভিযোগ করেছেন এবং থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।