রাণীশংকৈল লেহেম্বা ইউনিয়নে মরহুম নাজিম উদ্দিনের স্মরণে ক্রিকেট নাইট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাহাবুব আলম রাণীশংকৈল ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি
ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে ৪ নং লেহেম্বা ইউনিয়নের সামানডাঙ্গী দূরান্ত পাওয়ার ইয়ুথ ক্লাব কর্তৃক আয়োজিত ৮ টিম এক নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ।
গত ২৩ অক্টোবর শুক্রবার সামানডাঙ্গী রোশনের ভাটা মাঠ প্রাঙ্গনে রোশন আলীর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয় । উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাণীশংকৈল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা , গেষ্ট অফ অনার রুবেল হক মাস্টার প্রচার সম্পাদক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদুল হক ডিলার ও বিশিষ্ট সমাজসেবক, গোলাম দোস্তগীর বিপ্লব সভাপতি আওয়ামী লীগ ৬ নং ওয়ার্ড , মাহাবুব আলম বিশিষ্ট সমাজসেবক, শাহ আলম বিশিষ্ট সমাজসেবক ,সইফুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ও চাপর পার্বতীপুর সহকারি শিক্ষক দাখিল মাদ্রাসা,রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতনের) সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (সুজন ) সদস্য মাহবুব আলম প্রমুখ । বিভিন্ন দলের পদে থাকা নেতাকর্মীবৃন্দ খেলোয়ার বৃন্দ ।
বক্তব্যে সোহেল রানা বলেন খেলা একটি এমন জিনিস যা মানুষের মন শরীর ও মস্তিক ঠিক রাখে । যুবকেরা যেন মাদক আসক্ত না হয় । সেজন্য আমি উপজেলার প্রতিটি ইউনিয়নে যুবকদের মাঝে খেলার যতপ্রকার সামগ্রী রয়েছে সেগুলো বিতরণ করেছি এবং উদ্বোধনের মাধ্যমে খেলাটি শুরু করে দিয়েছে ।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।