শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন ৪ নং লেহেম্বা ইউনিয়নের সাবেক সাঃ সম্পাদক রৌশন আলী
মাহাবুব আলম রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সমগ্র দেশবাসীকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন মা মাটি ও গন মানুষের নেতা গরিব অসহায় অন্যায়ের প্রতিবাদ কারি রাণীশংকৈল উপজেলার ৪ নং লেহেম্বা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী রৌশন আলী । তিনি বলেন,‘শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমি রাণীশংকৈল উপজেলা সহ সমগ্র দেশ জেলা উপজেলা, পৌরসভা,ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের সনাতন সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’
তিনি আরো বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বছরব্যাপী অপেক্ষার পালা শেষ। মহাষষ্ঠীর মধ্য দিয়ে গত ২৩ অক্টোবর থেকে শুরু হয়েছে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা ও দুর্গোৎসব। ধূপ-ধুনুচি, পঞ্চপ্রদীপ,উলুধ্বনি আর ঢাকের তালে সায়ংকালে আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা।মণ্ডপ আর মন্দিরগুলো মুখরিত হয়ে উঠবে ভক্তদের আরাধনায়।
‘বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা পালন করে আসছে এ উৎসব জননীরা
সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সরকারের নির্দেশে মোতাবেক জাতী উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক ধারণ করে । প্রবেশপথ এক দিকে এবং বাহির পথ এক দিক দিয়ে রাস্তা করার নির্দেশ দেন তিনি । এই দূর্গা উৎসব পালন করার আহ্বান জানিয়ে আরও বলেন, “দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত করুক-এ কামনা করি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমি সনাতন ধর্মাবলম্বীদের জানায় শুভেচ্ছা ও অভিনন্দন।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।