অভয়নগরে বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু।
মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে
যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় এক বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার সকালে যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মহাসড়কের ওপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া উড়োতলা গ্রামের বাসিন্দা চাঁদ আলী হাওলাদার (৬৫) চেঙ্গুটিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে মহাসড়কের মজুমদার ব্রাণ অয়েল মিলের সমানে রাস্তা পর হওয়ার সময় যশোরগামী ঈগল পরিবহনের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়েন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। বিষয়টি সম্পর্কে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দিন চৌধুরী জানান, সংবাদ পেয়ে ঢাকা মেট্রো ব-১৫-৩৩০৮ নাম্বারের ঈগল পরিবহনটিকে আটক করা হয়েছে। তবে ওই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।