বাশঁ কাটতে গিয়ে বৈদতিক শক খেয়ে মৃত্যুবরণ করেন এক বৃদ্ধা।
এটি এন কাউছার বরুড়া কুমিল্লা থেকে
কুমিল্লার বরুড়া উপজেলায় শাকপুর পশ্চিমপাড়া উচনাতের বাড়ি হুমায়ূন কবির নামের এক ব্যক্তি আজ সকালে কর্মস্থলে বাঁশ কাটতে গিয়ে বৈদ্যুতিক শক খেয়ে মৃত্যুবরণ করেন
স্থানীয় সূত্রে জানা যায় : হুমায়ুন কবির বাড়ির পাশে বাশঁ বাগানে আজ সকালে বাশঁ কাটতে যায়। তখন বাশঁ কাটা অবস্থায় বৈদুতিক তারের সাথে বাশেঁর আগাছা পেছায় তা সমাধান করতে গিয়ে মৃত্যুর হাত থেকে রেহায় পায়নী হুমায়ুন কবির।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।