- বাংলাদেশ সময় :
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
/
-
২৩
দেখছেন
/
-
জাগ্রত হও
🖋️মাহবুব-এ-খোদা
জাগ্রত হও বিশ্ব মুসলিম
ঘুমিয়ো না আর,
নবীর মানে করছে আঘাত
যার তুলনা ভার।
দ্বীনের তরে দাও বিলিয়ে
আপন জীবনখানী,
তবেই আল্লাহ বাসবে ভালো
শেষদিবসে জানি।
বীর খালিদের মতো সবাই
ফুলিয়ে তুলবে বুক,
লেজ গুটিয়ে কাফের-মুরতাদ
বন্ধ করবে মুখ।
জাগ্রত হও তাকবির দাও
রাখবে না আর ভীতি,
হারিয়ে যাবে ইসলাম নিয়ে
ব্যঙ্গ করার রীতি।