মনিরামপুরে মহানবী (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ইকরামুল হোসেন, মনিরামপুর (যশোর) থেকেঃ
ফ্রান্সে মহানবী হজরত মুহম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শেনর প্রতিবাদে মনিরামপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ অক্টোবর (শুক্রবার) জুম্মাবাদ মনিরামপুর উলামা পরিষদের ব্যানারে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পৌরসভার সামনে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মাওঃ আবু তৈয়্যব। মাওলানা আবু বকরের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, মুফতী কামরুজ্জামান, মাওঃ আশরাফ ইয়াছিন, মুফতি আশফাকুল আনোয়ার ইয়ামিন, মুফতি নিজাম উদ্দিন, মাওঃ ইবরাহিম, মাওঃ মফিজুর রহমান, মাওঃ রশিদ আহমেদ, মাওঃ রেজাউল করিম, মুফতি ইসমাইল হোসেন, মাওঃ আহসান কবির, মাওঃ ইয়াসিন প্রমূখ।
সমাবেশ শেষে পৌরশহরে একটি বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় এখানে শেষ হয়। এ বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা অংশ গ্রহণ করেন।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।