মানুষ ভাত মাছ খায় তাই অভিনয়ের রাজনীতি বোঝে
সিংড়া নাটোর প্রতিনিধি কবি হাবিবুর রহমান
আমার কাজের মধ্যেই প্রমাণিত আমি সমাজ ও আপনাদের সন্তান। আমি সমাজের জন্য কাজ করি। একজন খাঁটি নেতা সমাজ প্রেমি। সে কখনই মানুষ দেখানো কাজ করেনা।
কেননা সে প্রকৃত অর্থে সমাজের জন্য ভালো কিছু করতে চায়। সে করেও।
মানুষ আগের মত বোকা নেই। অন্তত একটু হলেও রাজনীতি বোঝে। অভিনয়ের রাজনীতি বেশিদিন টিক সই দেয়না।
যেমন ধরুন কম বয়সী গাছ সার হয়নি সে গাছের তক্তায় ঘুন ধরবেই। অপুক্ত জিনিস টিকসই দেয়না। অভিনয়ের রাজনীতি ঠিক তেমনি। মোদ্দা কথা মানুষকে বোকা বানিয়ে আপনি নেতা হতে পারেন না। ছলচাতুরির রাজনীতি টিকেনা। মানুষের কাছে ধরা খেলে আপনার নীতির সমাপ্তি।
মানুষ ভাত মাছ খায় কোনটা কৃত্রিম হাসি আর কোনটা প্রকৃত হাসি বোঝে। তাই মানুষ দেখানো নেতা সাইজেন না।
প্রকৃত অর্থে সমাজের জন্য কাজ করুন। মন থেকে করুন উপরের সিঁড়ি আপনার।
হয়তো মানুষকে একবার বোকা বানাতে আপনি সফল। আপনি মানুষকে বারবার বোকা বানাতে পারবেন না। মিষ্টি মিষ্টি কথা ও কৃত্রিম হেসে আপনি এক-দুবার ঠকাবেন, এক সময় মানুষের নিন্দা আপনার জন্য।
পাশে কেউ থাকবেনা।
অভিনয়,কৃত্রিম হাসি,ছলচাতুরী, মানুষ দেখানো সমাজ সেবা, ভালো মানুষ সাঁজার অভিনয় থেকে বেড়িয়ে আসাই মঙ্গল।
একজন প্রকৃত সমাজ নেতা সাধারণের সাথে “সাধারণ”
ভাবে মিশতে ভালোবাসে।
তাই প্রকৃত অর্থে ভালো সমাজ সেবি হওয়াই শ্রেয়।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।