চাইলে ফল খাওয়া সম্ভব নয় !আসুন আগে গাছ লাগাই
নাটোর সিংড়া প্রতিনিধি কবি হাবিবুর রহমান
আমাদের সমাজ ও প্রকৃতি অসুন্দর। মন্দে ভড়া। চারদিকে অসামাজিক নিত্য করছে। অপকর্ম আনন্দে খেলছে । মিথ্যার বাণী ছুটছে বিজলীর মত। মিথ্যার বৃষ্টিতে সমাজ ভিজে গেছে। সত্যের বাণী বই পুস্তকে। সত্যের পক্ষে কিছু মানুষ। এটা স্বীকার করুন আমরা সত্যের সাথে অভিনয় করি। সত্যের কাছে যাইনা। সমাজে মিথ্যার ডাল পালা হয়ে গেছে। শেখড় মাটিতে বসে গেছে, মিথ্যা বটবৃক্ষ। এ বটবৃক্ষ থেকে আমরা তো আর ভালো ফল পাবনা। আমরা শুধু অভিনয় করি,এমন ভাব দেখাই যেন সত্যের পক্ষে। অতচ দিকে দিকে মিথ্যাচারের জয় জয় ধ্বনি। আমরা শুধু তাল মিলিয়ে চলছি,গুটি কয়েক চরিত্রহীনদের সাথে। পাছে মান সম্মান যাবার ভয়ে একদল চুপ, তাদের মুখে চুশব্দটি নেই। একদল মওলানা মুরব্বীদের বড় বড় বাণী দিতে শুনবেন, শুক্রবারে মাইক ফাটিয়ে দিচ্ছে,বস্তুত তারা বক্তিতা দিয়েই শেষ। সত্যের মাঠে তাদের কোনো দিন-ই দেখা যায়না। তারা মাঠে নামেনা। আমি একজন হাজীকে ধর্মীয় ও সামাজিক নেতা মনে করি,তাদের সমাজের প্রতি অনেক দায়িত্ব, তারা যদি পালন করে সমাজটা সুন্দর হতে বাধ্য। মিথ্যার বটবৃক্ষ বড় হয়ে গেছে। তার শেখড় সমাজে বসে গেছে। এ গাছ থেকে আর ভালো ফল আশা করা সম্ভব নয়-অর্থহীন।চাইলে ফল খাওয় সম্ভব নয়!আসুন ভালো গাছ লাগাই। আসুন মিথ্যার ডাল পালা ছেটে ফেলি,কেটে ফেলি শেখড়,উপড়ে ফেলি মিথ্যার বটবৃক্ষ । অসত্যের অত্যাচার সমাজে। মিথ্যার বটবৃক্ষ একার পক্ষে উপড়ে ফেলা অসম্ভব। কেননা তার ডাল পালা সমাজ, সভ্যতা ও দেশে ছড়িয়ে গেছে। আমরা তার ছায়াতে বসে। এর থেকে বাঁচার উপায় নেই। আসুন সৎ গাছ লাগাই,সৎ গাছের গোড়ায় পানি ঢালি,তাকে বড় করি,অন্যথায় আমাদের বাঁচা অর্থহীন।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।