সিংড়ার কবি আবুল হোসেনের সৃষ্টি কর্ম ও তার সুখ্যাতি ছড়িয়ে গেছে সাড়া বাংলাদেশে
নাটোর সিংড়া থেকে কবি হাবিবুর রহমান
কবি আবুল হোসেনের জম্ম ১৯৫০ সালে। পেশায় তিনি ছিলেন স্কুল শিক্ষক। বর্তমানে তিনি অবসরে। ছোট বেলা থেকেই কবির লেখালেখি শুরু। কবি সত্তর বছরের যুবক। তাকে দেখে মনে হয়না তিনি বার্ধক্যে। বয়স যতই হোক কলম থামেনি। লিখে চলেছেন কবিতা,গল্প,উপন্যাস। পাঠক সমাজকে উপহার দিয়ে চলেছেন নিত্য-নতুন বই।
কবি যেন বয়সের কাছে পরাজিত নয়। তার প্রকাশিত বই ছয়টি-চলন বিলের ঢেউ,চলন বিলের তিত পুঁটি মাছ,ছেড়া জুতা,সোনার মানুষ,চলন বিলের চোরা চুন্নী ভূত,ও অবসর জীবন।
তিনি তার সৃষ্টি কর্মের জন্য বেশ কয়েকটি পুরষ্কারও পেয়েছেন।
তার লেখা কবিতার বাণী ছড়িয়ে গেছে সাড়া দেশে। সবার কাছে তিনি একজন প্রিয় মানুষ। হোমিও চিকিৎসক হিসেবেও তার খ্যাতি। এই গুণী ব্যক্তি শেষ আয়ু পর্যন্ত লিখে যেতে চান-মা মাটিকে ভালোবেসে।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।