এমপি মকবুলের আশু সুস্থতায়
ভাঙ্গুড়া উপজেলা ছাত্র লীগের দোয়া মাহফিল
মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি
পাবনা-৩ (ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুর) এলাকার সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মোঃ মকবুল হোসেন এর আশু সুস্থতায় দোয়া মাহফিল করেছে ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর সদরের বাস স্ট্যান্ডে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র লীগের সভাপতি ইমরান হাসান আরিফ। সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান তারেক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর মেয়র গোলাম হাসইনাইন রাসেল,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু,উপজেলা আওয়ামীলীগের সিনিয়ির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি,সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম,আজাদ খান,যুগ্ন সম্পাদক রমজান আলী,জেলা পরিষদের সদস্য আসলাম আলী,সাবেক ছাত্র নেতা শামীম আহমেদ ও পৌর ছাত্রলীগ সভাপতি হেলাল উদ্দীন খান প্রমুখ। এছাড়াও ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দোয়ায় অংশ নেন। সংসদ সদস্য আলহাজ মোঃ মকবুল হোসেনের আশু সুস্থতায় ও তার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন বাস স্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ শফিকুল ইসলাম।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।