নিজস্ব প্রতিবেদক দৈনিক চলনবিলের কথা
আজ (২৬ নভেম্বর’২০২০) বিকেলে ময়দান দীঘি বাজারে অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ৩৫ বছর ময়দান দীঘি বাজারে ইউনিয়ন পরিষদে ভূমি অফিস ছিল কিন্তু সরকার এখন নতুন ভবন বরাদ্দ দেওয়ায় কতিপয় কিছু লোক বরাদ্দকৃত ভবন চন্ডিপুর বাজারে নিয়ে যেতে চাইছে।
ময়দান দীঘি বিদ্যমান খানমরিচ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, কমিউনিটি সেন্টার,রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং সেবা,ইউনিয়ন পরিষদের তথ্য সেবাকেন্দ্র, পোস্ট অফিস,ব্র্যাক অফিস, বীমা অফিস, পল্লী বিদ্যুত অফিস, হাসপাতালএবং বিভিন্ন রকমের সংস্থা। মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন-
এখানে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইউনিয়ন ভূমি অফিস হবার কথাএবং উদ্বোধন ও করা হয়েছিল,আবার বাজারের দুইটি জায়গায় মাপামাপি করা হলো, কিন্তু সেই প্রতিষ্ঠান কেন চন্ডিপুর বাজারে নেওয়া হলো, খানমরিচ ইউনিয়ন এর সাধারণ মানুষের ভোগান্তির জন্য।
যেখানে খানমরিচ ইউনিয়ন এর প্রাণ কেন্দ্র ময়দান দীঘি।উদাহরণ হিসাবে বলতে গেলে, যদি একটা কৃষি লোন করাতে চান তাহলে, ব্যাংকে আপনার জমি জমার দলিল দস্তাবেজ দিতে হবে,ইনভেস্টিগেশনের জন্য ব্যাংক কে চন্ডিপুর যাইতে হবে,আবার আপনার ছেলে বা মেয়ের এর চাকুরী বিষয়ে জমি জমার কাগজ পত্র এবং ইউনিয়ন পরিষদ নাগরিকতার সনদ পত্র নিতে ময়দান দীঘি আসতে হবে, যার কারনে আপনার ভোগান্তির শেষ থাকবে না।আর যদি সব গুলো প্রতিষ্ঠান এক জায়গায় থাকে তাহলে আপনাকে এই এই সব ভোগান্তির পোহাতে হবে না, তাই খানমরিচ এর সাধারণ জনগণ চায় এই ভূমি অফিস ময়দান দীঘি বাজারে নির্মান করতে। পাবনা ৩ আসনের অভিভাবক আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি এর সার্বিক সহযোগিতায় খানমরিচ ইউনিয়ন ভুমি অফিস ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্হান ময়দান দীঘিতে হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।