আয়ু নামের বায়ুই ভেসে
চলছে দমের খেয়া,
দেহতরী হয়রে বিকল
এলে মরণ বিয়া ।
দমের মাঝি বসে আছে
আরশ সিংহাসনে
মুক্তি মিলবে তারে যদি
ডাকো দমে দমে ।
দেহের শক্তি হবে মিছে
মরণ আসবে যখন,
দম ফুরালেই ছাড়তে হবে
মায়ার এ ভুবন ।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।