যুবলীগ সবসময় মানুষকে ভালবেসে মানুযের পাশে থেকে কাজ করছেন —যুবলীগে চেয়ারম্যান –পরশ
কামরুজ্জামান কানু সিরাজগঞ্জ প্রতিনিধি
যুবলীগ সবসময় মানুষের পাশে থেকে কাজকরে আসছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেচেন, গণতান্ত্রিক সংগ্রাম গুলো থেকে সকল ক্লান্তিলগ্নে প্রত্যেকটি বিপদের সময় মানুষের অধিকার আদায়ে জোরালো ভূমিকা পালন করেছে।গণমানুষেকে সঙ্গে নিয়ে সকলের দ্বারে দ্বারপ্রান্তে আমরা চলে যাই। মানুষের সথে আমরা যোগাযোগ স্হাপন করি।এই মহামারী করোনা প্রাক্কালে আমরা প্রায় ৪৫-লক্ষ মানুষের কাছে দ্বারে দ্বারে ত্রাণ সামগ্রী পৌঁছাতে পেরেছি। জামালপুরের মাদারগঞ্জে বালিজুড়ী এফ,এফ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাবলেন।জাতীয় ও যুব দলীয় পতাকা এবং পায়রা উড়ানোর মধ্যেদিয়ে সন্মেলনের উদ্বোধক বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি বলেন, ষড়যন্ত্র চলছে। যে ষড়যন্ত্র করেছিল জিয়াউর রহমান, খন্দকার মোস্তাক সেই ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যা করা হয়েছিল। সেই খুনি জিয়াউর রহমানের পূত্র তারেক রহমান বিদেশে বসে ষড়যন্ত্র করছে।যে ষড়যন্ত্র করেছিল ২০০৪ সালের ২১আগষ্ট কিন্ত আল্লাহ সহায় ছিল বল ষড়যন্ত্র সফল হতেপারেনি। শেখ হাসিনাকে লক্ষ করে ১৩-টি গ্রেনেট নিক্ষেপ করা হয়েছিল।একটি গ্রেনেডেরও স্প্লিন্টার শেখ হাসিনাক স্পর্শ করতে পারেনি।কিন্তু ওই স্হানে প্রায় ৬০০ মানুষ গ্রেনেডের স্প্লিন্টারে আহত হয়ে ছিল।২৪ জন মানুষের মৃত্যু হয়েছিল। বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগের সাধারন সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল বলেন মাদারগঞ্জের কোন অন্চলে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী, চাদাবাজী, মাস্তানি করে মানুষের উপর জুলুম করে এ রকম নেতৃত্ব আমাদের প্রোযোজন নেই এবং এ রকম নেতৃত্ব আমরা চাই না।মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শফিকুল ইসলামের সন্চালনায় বিশেষ অতিতির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এড, বাকী বিল্লাহ। সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, সহ-সভাপতি আশরাফ হোসেন তরফদার, মির্জা সাখাওয়াতুল আলম মনি, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চান, মহিলাবিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, সাধারন সম্পাদক ওবায়দুর রহমান বেলাল, জেলা আওয়ামীলীগের সদস্য ও মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, অধক্ষ গোলাম রাব্বানী, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু সাধারন সম্পদক ফারহান আহম্মেদ প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে পুনরায় ৩-বৎসরের জন্য ফরিদুল ইসলাম কে সভাপতি ও শফিকুল ইসলাম কে সধারণ সম্পাদক ঘোষনা করা হয়।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।