সিংড়ায় অসুস্থ্য শিশুকে হুইল চেয়ার দিলেন হিলফুল ফুযুল বাংলাদেশ
সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় শারীরিক অক্ষম অসুস্থ্য এক শিশুকে হুইল চেয়ার দিলেন হিলফুল ফুযুল বাংলাদেশ নামের সামাজিক সংগঠন। উপজেলার কলম ইউনিয়নের নুরপুরের পারকৃঞ্চপুর গ্রামের মোঃ মাহাবুরের পুত্র শাহিনকে তার নিজ বাড়িতে এই হুইল দেওয়া হয়। শারীরিক অক্ষম শাহিনের বয়স ১০বছর। সে ১বছর আগে নিজ বাড়িতে গৃহপালিত গরুর আক্রমণে আহত হয়ে শারীরিক ভাবে অক্ষম হয়। পরে চিকিৎসা দিয়েও সে স্বাভাবিক চলাফেরার করতে পারে না। হুইল চেয়ার প্রদানের সময় উপস্থিত ছিলেন হিলফুল ফুযুল বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির সভাপতি মোল্লা মোঃ এমরান আলী,সহসভাপতি মাওলানা আতিকুর রহমান শাদী,সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসুদ,অর্থ সম্পাদক জসীম উদ্দিন,তথ্য ও গবেষণা সম্পাদক সোহেল আহমেদ জীবন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জহুরুল আলম,পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সহসভাপতি মোঃ রবিউল করিম ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইষলাম সুইট সহ অন্যান্য নেতৃবৃন্দ।