উন্নয়নকর্মী হান্নান মোরশেদ হতে – সৌহার্দ্য ৩ কর্মসুচি
নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ জেলাধীন চৌহালী উপজেলার যমুনা বিধ্বস্ত উমারপুর ইউনিয়নের পয়লা গ্রামের জায়েদা আক্তার, খানা নং- ০২১০, গরিব সদস্য। বন্যা পূর্ববর্তী সৌহার্দ্য ৩ কর্মসূচি’র অর্থায়নে বসতভিটা উঁচু করার ফলে বসতভিটায় জৈব সার ব্যবহার করে মাদা বা ঝাড় করে সবজি
( মিষ্টি কুমড়া, লাউ, সীম, বেগুন, বাঙ্গি ) উৎপাদন করে পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর পর বাজারে বিক্রি করে নগদ ২৭০০ টাকা আয় করেছে । উক্ত টাকার সাথে সঞ্চয় দল হতে লোন নিয়ে ৩,৫০০ টাকায় একটি ছাগল ক্রয় করেছে । বর্তমানে তার ছাগলের সংখ্যা ৪টি। বড় দু’টি মা ছাগল আবারও সন্তান সম্ভাবা।
চরে বসবাস করে ছাগল পালন ও সবজি উৎপাদন করে জায়েদা এখন স্বাবলম্বী। সমাজে সে এখন ক্ষমতায়িত নারী। বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে তার নিয়মিত যোগাযোগ আছে। সে অত্র গ্রামের শাপলা সঞ্চয় দলের সভাপতি ও গ্রাম উন্নয়ন কমিটির একজন সদস্য।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।