লাল সবুজের দেশ
মুহম্মদ মাসুদ
স্বাধীনতা স্বাধীনতা
যুদ্ধ হলো শেষ।
তোমার নামে খুঁজে পেলাম
স্বাধীন বাংলাদেশ।স্বাধীনতা স্বাধীনতা
উড়িয়ে দাও কেশ।
মুক্তির নামে রচিত হলো
সোনার বাংলাদেশ।স্বাধীনতা স্বাধীনতা
সনদ হলো পেশ।
তোমার নামেই লিখিত হলো
লাল সবুজের দেশ।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।