ভাই সেজে বউকে নিয়ে পালালো এক্স বয়ফ্রেন্ড
আন্তর্জাতিক ডেস্কঃ
দুইদিন হলো নতুন বউ ঘরে তুলেছেন। বিয়ের আনুষ্ঠানিকতা কাটতে না কাটতেই বউ পালালো। ভারতের ফিরোজাবাদে এমন ঘটনা ঘটেছে।
বিয়ের পর বউয়ের ভাই এলো বাড়িতে। ভাইকে পেয়ে আপ্যায়ণে করলেন বর। কিন্তু সে যে আসল ভাই নয়, ভাই বেশে বউয়ের প্রেমিক তা যখন মাথায় এলো, ততক্ষণে বউ গায়েব!
বউয়ের বাড়িতে খবর দেয়ার পরই স্বামী জানতে পারেন, বউয়ের আসলে কোনো ভাই-ই নেই। কিন্তু ততোক্ষণে এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে বউ পালিয়ে গেছেন।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Muchas gracias. ?Como puedo iniciar sesion?