সিংড়ায় হাই-কোর্ট থেকে রায় পাওয়ার পরও ভাতা পাচ্ছেনা মুক্তিযোদ্ধারা
কবি হাবিবুর রহমান, নাটোর (সিংড়া) প্রতিনিধিঃ
সিংড়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধারা মানবেতর জীবন যাবন করছে।
দেশ মতৃকারটানে যারা যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিলেন তারা আজ ভাতা পাচ্ছেনা৷ তাদের ভাতা স্থগিত করা হলে তারা হাই-কোর্ট এ মামলা করেন। মামলার রায়ও বীর
মুক্তিযোদ্ধাদের পক্ষে আসে।
ভাতা বঞ্চিত মুক্তিযোদ্ধারা হলেন,বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই,শ্রী বানারাম উড়াও,মোঃনাছির উদ্দিন শাহ,মোঃনিজাম উদ্দিন,মোঃকায়েম উদ্দিন,মোঃআব্দু লতিফ,মৃত আক্কেল আলী।
মুঠো ফোনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বলেন,”হাই -কোর্ট এর রায়কে সম্মান জানিয়ে সিংড়ার ভাতা বঞ্চিত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করা হোক।”
অপর একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বলেন,”আমরা ভাতা পেয়েছি,সে ভাতা স্থগিত করা হয়,এরপর আমরা হাই-কোর্ট থেকে রায় পাই,সে রায়ের প্রতি সম্মান দেখানো হচ্ছেনা,আমরা আমাদের অধিকার আদায়ের সংগ্রামে লড়ছি।”
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।