জামালপুরের মেলান্দহ থানায় এক বিদায়ি সংবর্ধনা অনুষ্টিত।
কামরুজ্জামান কানু জামালপুর জেলা প্রতিনিধিঃ
মাদারগন্জ সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার সামিউল আলম (পি পি এম) ৪-বৎসর পর তিনাকে ঢাকায় শিল্প পুলিশে বদলি করেন, তিনি গত ৪-বৎসর মাদারগন্জ সার্কেলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এসেছেন। জামালপুরের মেলান্দহ থানায় এক বিদায় সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়েছে, ৪-মার্চ সন্ধা ৭-টায় মেলান্দহ থানার সভাকক্ষে উক্ত বিদায়ি সংবর্ধনা অনুষ্টিত হয়।
উক্ত বিদয়ি সংবর্ধনা অনুষ্টানে এম এম ময়নুল ইসলাম অফিসার ইনচার্জের সভাপতিত্বে উপস্হিত ছিলেন ওসি তদন্ত মো:আ:মজিদ, এস আই কাশেম, এসআই এনামুল হক, এস আই জসিম উদ্দিনবৃন্দ, থানার এ এস আই সকল কনেষ্টবল সহ সকল কর্মকর্তা বৃন্দ। বিদয় উপলক্ষে তিনাকে স্মৃতি স্বারক উপহার দিয়েছেন মেলান্দহ থানার ষ্টাফ বৃন্দ।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।