কারিগরি ছাত্র অধিকার পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষনা
বিশেষ রিপোর্টঃ
গতকাল (শুক্রবার) রাতে ভার্চুয়াল মাধ্যমে আনুষ্ঠানিক ভবে তালিকাটি প্রকাশ করা হয়।
কারিগরি ছাত্রের অধিকার আদায়ের লক্ষে ৭টি মূলনীতি নিয়ে কার্য ক্রম শুরু করে। কারিগরি ছাত্র-ছাত্রীদের উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ট্রেনিং এর ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আহবান জানান। তারা আরও বলেন কারিগরি বোর্ড এর সকল প্রকার অন্যায় এর বিরুদ্ধে সব সময় ছাত্রদের পাশে থাকবে।
১/ সভাপতিঃ শিহাবুর রহমান শাকিব ২/ সহ-সভাপতিঃ রোমান মিয়া ৩/ সহ-সভাপতিঃ ফরহাদ ভূঁইয়া ৪/ সাধারন সম্পাদকঃ তৌফিক আহমেদ ৫/ সহ-সাধারন সম্পাদকঃ দেলোয়ার হোসেন ৬/ সাংগঠনিক সম্পাদকঃ আতিকুল রহমান জনি ৭/ সহ-সাংগঠনিক সম্পাদকঃ ওয়াহিদ ইবনে জাহিদ ৮/ অর্থ সম্পাদকঃ স্বপ্নীল রাজ সুমন ৯/ দপ্তর সম্পাদকঃ তৌফিক খান রায়হান ১০/ প্রচার সম্পাদকঃ নাজমুল হোসেন ১১/ সহ-প্রচার সম্পাদকঃ আলভি উজান সম্রাট ১২/ ছাত্র কল্যান সম্পাদকঃ আব্দুস সবুর ১৩/ সহ-ছাত্র কল্যান সম্পাদকঃ শেখ আশিক রহমান রাসেল ১৪/ ছাত্রী কল্যান সম্পাদিকাঃ তামান্না আখতার ১৫/ ট্রেনিং ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ তানভীর ইভান ১৬/ জনশক্তি বিষয়ক সম্পাদকঃ রুহিন ইসলাম বাপ্পি ১৭/ ধর্ম বিষয়ক সম্পাদকঃ ফারহান আহমেদ শাকিল ১৮/সংস্কৃতি বিষয়ক সম্পাদকঃ মনিরুজ্জামান মীম ১৯/কার্যকরী সদস্যঃ বি.এম ওয়াসিম মল্লিক ২০/কার্যকরী সদস্যঃ তালহা জোবায়ের ফাহিম ২১/কার্যকরী সদস্যঃ হাবিবুর রহমান
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।