পাবনার সুজানগরে খয়রানে তিন ফসলি জমি দখল করে ব্যক্তিগত সড়ক নির্মাণের অভিযোগ।
পাবনা সংবাদদাতা
পাবনা জেলার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের খয়রানে শত শত বিঘা তিন ফসলী জমি দখল করে রাতের অন্ধকারে প্রায় দুই কিলোমিটার ব্যক্তিগত সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে রূপপুর বালিশ কান্ড খ্যাত হোতা শাহাদত কন্টাকটার এর বিরুদ্ধে। এলাকাবাসী স্থানীয় সূত্রে জানা যায় খয়রান গ্রামের কিছু মানুষকে ভুলভাল বুঝিয়ে তাদের নিজস্ব পত্তিক ফসলি জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের ভুলভাল আশ্বাস দিয়ে প্রায় আটটি মাটি কাটার ভেকু দিয়ে একযোগে রাতের অন্ধকারে দুই কিলোমিটার রাস্তা ফসলিজমি কেটে খাল করে সড়ক নির্মাণ করে ফেলে, সকালে একমাত্র ফসলি জমির এ অবস্থা দেখে প্রতিবাদে ফেটে পড়ে এলাকার মানুষ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পুরো এলাকায় ,ঘটনার মূল হোতা তার নিজস্ব বাড়ি ও ব্যবসায়ী প্রজেক্ট থেকে মাঠের মধ্য দিয়ে ব্যক্তিগত সুবিধার্থে কালো টাকা ছিঠিয়ে রস্তা নির্মাণ করার অভিযোগ করেছে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ।সরেজমিনে গিয়ে দেখা যায় যাদের জমির উপর দিয়ে রাতের অন্ধকারে রাস্তা নির্মাণ করা হয়েছিল তারা একটা ভেকু ভাড়া করে এনে সেই মাটি গুলো সরিয়ে ফেলেছে বিষয়টি সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহিন উজ্জামান শাহিন অবগত বলে স্থানীয় অনেকেই স্বীকার করেন। এবং ভুক্তভোগী এই তিন ফসলি জমির মালিকরা স্থানীয় সংসদ আহমেদ ফিরোজ কবির এর শরণাপন্ন হলে রাস্তা নির্মাণ বন্ধ করে প্রকৃত জমির মালিকদের জমি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন। স্থানীয় মানিকহাট ইউনিয়নের বিশিষ্ট সমাজ সবক বুলবুল আহমেদ জানান রাস্তা নির্মাণ করা হয়েছে যাদের জায়গা জমির উপর তারা রাস্তা চায়না এইখানে রাস্তার কোন প্রয়োজন নেই শুধুমাত্র একজন ব্যক্তির সুবিধার্থে তার ব্যবসায়িক বিভিন্ন প্রজেক্ট এর সুবিধার্থে রাস্তা নির্মাণ করা হচ্ছে এই রাস্তা নির্মিত হলে রাস্তার দক্ষিণ পাশে জলাশয়ে পরিণত হবে, যাদের জায়গার উপরে রাস্তা নির্মাণ করা হয়েছে ,তারা এ বিষয়ে কিছুই জানে না বিষয়টি স্থানীয় মেম্বার ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানকে ম্যানেজ করে গরিবের পেটে লাথি দিয়ে এই অবৈধ রাস্তা নির্মাণ করলে জমির মালিকেরা রাস্তা নির্মাণের প্রতিবাদে ঘর থেকে বের হয়ে এসেছে, অবস্থার অবনতি হলে এর দায়ভার রূপপুর বালিশ কাণ্ডের হোতা শাহাদত হোসেন ওতার মদদদাতাদের নিতে হবে।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।