- বাংলাদেশ সময় :
শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
/
-
২৯৮
দেখছেন
/
-
বাঁজিছে দামামা
নূর জাহান
শাসন_শোষণ চলছে চলুক
লোকের ঘরে আগুন জ্বলুক
আমজনতা, পেছন কথা
হরহামেশা যে যাই বলুক!
বঙ্গমাতার কানে তুলো,
পট্টিবাঁধা চোখে
বিবেকে হায় জং ধরেছে
মন খেয়েছে পোকে।
দেশটা কি আর স্বাধীন আছে
স্বাধীন হয়ে ক-জন বাঁচে?
গনতন্ত্রের গলা চেপে
উন্নয়নের কুশল যাচে।
লেবাসধারী, জুলুমকারী
তারাই এখন দেশের মাথা
বিচার-আইন সবই যাদের
ফাঁকা মূল্যবোধের কথা”
জোর ক্ষমতার,ভাইকে মারে
রবকেও যে ভয় না করে,
ছাড় পাবেনা হে নালায়েক
শাস্তি হবেই শেষ বিচারে।
ছিঃ ধিক্কার তোমায়
নাই নাকি লাজ
ডিজিটালের__ল্যাংটা সমাজ;
মুখ বুজে আর কদিন বলো
ন্যায়ের পথে মশাল জ্বালো
হোক প্রতিবাদ, ভয় কেন পাও
জোরকদমে এগিয়ে চলো…
মজলুম,
তুমি মুসলিম, ঈমান তোমার আগে
অত্যাচারীর দাঁত ভেঙে দাও
রক্ষা করো দেশ` যদি দেশপ্রেম জাগে ।