বাবু, তোদের সোমাজ ছিন্ন সুহানি
হাম তো মেথরকে বেটি
ঢাকার ছহর তোন্ন তোন্ন কোরে তোকে খুঁজিলুম
কোথায় তুই আছিছ?
তোদের কাজী বেটার ফিতা কাটার পর কতো লোক গেলো এলো
ছফখানেই তোর অপেক্ষা কোরেছি একটা আছাই
ভদ্র ছোমাজের মুখোশ খুলে খুলে দেখেছি
খুঁজেছি ঢাকার অলিতে গলিতে।
না বাবু, হয়তো তুই ভাবছিছ তুর কথাটি আজ হামি বলবো।
কিন্তু না, তুর কথাটিই তুকে ফিরিয়ে দিতে চাই।
মনে রাখিস, সুহানি হামি। তুদের অবহেলিত মেথর কন্যা হতে পারি, তবে তুই হামার যোগ্য হবার লয়
তুদের বুলবুলি সমাজে তুলে রাখিস “ভাত ছেটালে কাওয়ার অভাব হয়না”
হামার ভাতই লোকে খায়, শুধু ভাত লয়-
সমাজের মুখোশধারীরা চেটে খায় সিপিলিসের নগ্ন দার।
মেথরের বেটি হামি, ভরাট দেহ পুরো পাড়ায় নাই আর একটা।
ছবছময় লোক সমাগম হামার ঘরে।
তবুও শুন্যতায় ভরে হৃদয় প্রান্তর, ঢুকরে কেঁদে ওঠে তিক্ত মন, যখনি মনে পরে তুরে।
বাবু, ল্যাঙটা কালের নাগর তুই। তুকে দেখার অপেক্ষা কাতর হয়ে আছে মন।
যেন, যৌবনের খাড়া স্তনদ্বয় হাতছানি দিয়ে ডাকছে তোকে।
বাবু, সিপিলিসের ভয়াবহতা জেনেই বলছি, অন্তত প্রণাম করার সুযোগ দিস।
আর কিছু চাওয়ার নেই বিশাল এ জিন্দগীতে
ফুলেতে যেখানে সিপিলিস বয়-
সেখানে দিন, সহস্র কোটি গুন বড় হয়
ইতি
তুদের ছোমাজ ছিন্ন এক মেথর কন্যা
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।