সারেগামাপা খ্যাত আলোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলের নতুন গান ‘মেহেরবান’ আসছে ২৫ রোজার পর।
সুফি ঘরানার গানটির মিউজিক ভিডিও নিয়ে নোবেল বলেন, ‘ভিডিওতে আমি একাই; আমার বিপরীতে কোনো ক্যারেক্টার নেই। আমি আমার মত দরবারে গানটান করি। আর এই মজলিসে এসে হয়তো অনেক মানুষ তাদের কাঙ্ক্ষিত ঠিকানার সন্ধান পেয়ে যায়।
এরই মধ্যে গানের অডিওর কাজ শেষ হয়ে গেছে। মিউজিক ভিডিওসহ গানটি আসছে সাউন্ডটেকের ব্যানারে।
নিউজবাংলাকে বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিজেই জানিয়েছেন নোবেল।
সুফি ঘরানার গানটির মিউজিক ভিডিও নিয়ে নোবেল বলেন, ‘ভিডিওতে আমি একাই; আমার বিপরীতে কোনো ক্যারেক্টার নেই। আমি আমার মত দরবারে গানটান করি। আর এই মজলিসে এসে হয়তো অনেক মানুষ তাদের কাঙ্ক্ষিত ঠিকানার সন্ধান পেয়ে যায়।
‘সেখানে আল্লাহতায়ালাকে স্মরণ করা হয়, সেটা গানবাজনার মাধ্যমে হোক অথবা নামাজ পড়া বা দোয়া করার মাধ্যমে হোক। সেই মজলিসেই একজন পাগল আমি, যে গান করি। এটাকেই এই ভিডিওতে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে।’
ভিডিওটি শাহরিয়ার পলক বানিয়েছেন বলে জানান নোবেল।
তিনি বলেন, ‘গানটা মিক্স মাস্টারের জন্য চেন্নাই পাঠানো হয়েছে। চেন্নাই থেকে মিক্স মাস্টার হয়ে আসতে হয়তো চার-পাঁচ দিন সময় লাগবে।
‘এদিকে আমাদের ভিডিওর ফাইনাল পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আমি তো বেড রেস্টে ছিলাম। আজ আমার সেলাই কাটবে। তারপর হয়তো আমিও কাজটা নিয়ে মুভ করতে পারব।’
গত বৃহস্পতিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আহত হন নোবেল। মাথা ও ভ্রুতে ৩০টি সেলাই পড়ে তার।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।