আমি ছুয়ে যাই
কবি হাবিবুর রহমান
আমি ছুয়ে যাই
লতা পাতা ঘাস,
আমি ভালোবাসি
জলে খেলে হাস৷আমি ছুয়ে যাই
মাটি পাতা ধান,
ফল গাছে বসি
পাখি গায় গান।আমি ছুয়ে যাই
মেঘের বৃষ্টি,
কবিয়াল লিখে
কবিতা সৃষ্টি৷আমি ছুয়ে যাই
প্রকৃতি খেলায়,
পাখি উড়ে যায়
আমি থাকি গায়৷আমি ছুয়ে যাই
ফুল ডাল পালা,
দেশ ভালোবাসি
জলে হাসে মালা।আমি ছুয়ে যাই
সোনা সোনা ধান,
নদী জল নৌকা
পাখি গায় গান।সিংড়া,নাটোর।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।