লাগামহীন আয়ুর ঘোড়া টগবগিয়ে চলছে
কমে আসছে স্থায়ীত্ব
কমে গেছে শরীরের শক্তি,
চোখের জ্যোতি, কর্মের ক্ষমতা
আপনা আপনার নির্ভরতা।
মাঝে মাঝে আপনাকেই হয়না বিশ্বাস
এ-ও কি আমি, নাকি অন্যকেউ?
সময় কমে যাচ্ছে ,
আর নিরবে বেড়ে যাচ্ছে
যেন আমাজনের মাংসাশী পাখি
ছোঃ মেরে নিয়ে যায় নিরীহ প্রাণ।
বেড়ে যাচ্ছে আমার দুঃশ্চিন্তা, ক্ষুধার ঘনত্ব
বিশ্ব বাজারের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সংসারের খরচ,
হাহাকার, কাকে মেরে কে খায়
আরো যা বাড়ছে খুব নিরবে খুব যত্নে-
একমাত্র কিশোরী মেয়ের শরীর।
সময় তো নীতিবাক্যে আনড়,
না জানি- কতোটা ব্যথায় এমনটা বলা যায়!
কামিজের ভাঁজ ফেটে যাওয়ার উপক্রম
যে কারো নজর পড়তে দেরি হবে না আর!
ছবিকল হাতে খবরকর্মীর নিত্য আশা যাওয়া
প্রস্তুত হাসপাতাল, এ্যাম্বুলেন্স
প্রস্তুত নিয়মিত রসের পাঠক,
মিডিয়া, প্রেস, আগ্রহী জনতা!
সর্বোচ্চ প্রস্তুত- নান্টু-বান্টু ও তার বন্ধুরা,
একটি সর্বোচ্চ সময়ের অপেক্ষা।
বাড়ছে কিশোরী মেয়ের শরীর
বাড়ছে ছেলের বাবার চাহিদা,
বাড়ন্ত মহাবাজারে বুঝি-
অ- মূল্য যায় বুঝি আমার এই অমূল্য সম্পদ!
সম্ভব হবেনা বুঝি পারি দেবার নীলনদ….
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।