জনগুরুত্বপুর্ণ রাস্তার বেহাল দশাঃসংস্কার চাই।।
পাবনা ক্যাডেট কলেজ থেকে একদন্ত ধানুয়াঘাটা হাদল হাটগ্রাম ভেড়ামারা রাস্তার স্থায়ী সংস্কার চাই।
অত্যন্ত গুরত্বপুর্ন ও জনবহুল এলাকা ধানুয়াঘাটার সাথে পাবনা সদর এবং ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে আছে।
প্রাইভেট কার নিয়ে এই রাস্তায় চলাচল খুবই কষ্টসাধ্য।
আগে পাবনা ধানুয়াঘাটা ভাঙ্গুড়া বাস সার্ভিস চালু ছিল কিন্তু রাস্তার বেহাল দশার জন্য সে সার্ভিস অনেক আগেই বন্ধ আছে। বাসের অভাবে মানুষের নিরাপদ চলাচল বিঘ্নিত হচ্ছে ।
সবচেয়ে বিপদ এবং কষ্ট হচ্ছে রোগী পরিবহন করা।ন
ধানুয়াঘাটার মতো গুরুত্বপূর্ণ কৃষি বিপণন এলাকার মানুষের দুঃখ দুর্দশা ও কৃষি পণ্য পরিবহনের জন্য রাস্তাটি স্থায়ী সংস্কার করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে বিনীত অনুরোধ রইল।
– বৃহত্তর ধানুয়াঘাটা সোসাইটি
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।