নীলকষ্টের পরিক্রমা ৩
–পিএম. জাহিদ
কেউ বলে চন্দ্র ঘোরে, কেউ বলে সূর্য
বিজ্ঞান বলে সবাই ঘোরে-
নির্দিষ্ট কক্ষপথ বরাবর
আপনা আপনার শক্তিতে।জীব আর জীবন ঘোরে খাদ্যের অন্বেষণে
আমিও পিছুপিছু।
খাদ্যহীন মিথ্যা এই দুনিয়াদারী
মানুষ ঘোরে মানুষের পিছু
বিজ্ঞান ঘোরে মঙ্গলের পিছু-
এলিজার পিঠে ভর করে,
কিভাবে সেখানে করবে প্রাণের সঞ্চার।আমি এসবের কিছুই চাই না,
ক্ষুধার্ত প্রাণটা কেবল খাদ্য চায়
হোক সেটা খুবই নিম্নমানের
পেটের প্রান্তরে ক্ষুধার দাবানল জ্বলছে দাউদাউ
সোনার পালঙ্ক, ময়ূরসিংহাসন সবই বৃথা সেখানে।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, আমার জরুরী নয়
জরুরী নয় রাতের ঘরে সুন্দরী নারী,
রঙ্গিন পানিয়, পুষ্পসজ্জিত বিছানা,
পালোয়ান, দেহরক্ষী, কিংবা কোমরে কার্তুজ।আমি মৃত্যু বরন করতে আসিনি এসংসারে
এসেছি মৃত্যুকে জয় করতে।
বয়স, সে তো বাড়বেই-
এটা সংসারের নিয়ম,
কিন্তু আমি বৃদ্ধ হবো না।
বয়সে শক্তি কমে যায়,
অথচ আমার শক্তি ক্রমশই বাড়বে-
কখনোই কমবে না।
সম্মুখ সাক্ষাতে বলেছেন ঈশ্বর-
আমার আয়ু ফুরাবে না,
দৃষ্টি কমবে না,
ঝুলে যাবেনা গালের চামড়া।যদি আমার শক্তি কমে যায়,
আয়ু ফুরিয়ে যায়
দৃষ্টি কমে যায়,
ঝুলে যায় গালের চামড়া
অবশেষে আমি ঢলে পরি
মৃত্যুর কোলে!
আমাকে কেউ মিথ্যাবাদী ভেবোনা
আমার মৃত্যু প্রাকৃতিক নিয়মে শুধু কঠিন নয়
বরং এটা অসম্ভব।
কোনো ভাবেই সম্ভব না।
আমি যদি মারা যাই-
খাদ্যের অভাবেই মারা যাবো।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।