নিয়ামতপুরে অস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ী আটক
নওগাঁর নিয়ামতপুরে গোপন সংবাদ এর ভিত্তিতে ১টি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি ও ১টি ব্যাটারী চালিত ভ্যানসহ ডালিম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী র্যাব-৫।
বৃৃহস্পতিবার (২৯ জুুলাই) সন্ধ্যা সাড়়ে ৬ টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলায় র্যাব-৫ এর একটি অপারেশন টিম অভিযান পরিচালনা করে নিয়ামতপুর থানাধীন রসুলপুর ইউনিয়নের মহাকাল গ্রামের ইমান আলীর আমবাগান সংলগ্ন তিন রাস্তার মোড় নামক এলাকা হতে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ও ১টি ব্যাটারি চালিত ভ্যানসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলামপুুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে ডালিম ( ৩৫) কে আটক করে নিয়ামতপুুর থানায় সোপর্দ করেছে রাজশাহী র্যাব-৫ ।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, গ্রেফতার ডালিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।