স্পোর্টস নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা
চলতি মৌসুমে লিগ ওয়ানে পিএসজি ইতিমধ্যে ৩৭টি ম্যাচ খেলেছে। তারমধ্যে সর্বশেষ ম্যাচে তারা মন্টপিলিয়ের বিপক্ষে পেয়েছিল ৪-০ গোলের জয়। ম্যাচে জোড়া গোল করেছিলেন লিওনেল মেসি।
মেসির পাশাপাশি এই ম্যাচে গোল করেছিলেন কিলিয়ান এমবাপ্পে এবং ডি মারিয়া। কিলিয়ান এমবাপ্পের গোলটি ছিল পেনাল্টি থেকে। ম্যাচের শেষ গোলটি ছিল তার। এই ম্যাচটিই হতে পারে পিএসজির জার্সিতে কিলিয়ান এমবাপ্পের শেষ ম্যাচ। লিগ ওয়ানে বাকি যে ম্যাচটি আছে সেই ম্যাচে কিলিয়ান খেলতে পারবে না নিষেধাজ্ঞার কারণে।
পিএসজির আরও একটি ম্যাচ আছে। ট্রফিস ডে চ্যাম্পিয়ন কাপের লড়াইয়ে তারা মুখোমুখি হবে নতের বিপক্ষে। কিন্তু সেই ম্যাচটি হবে জুলাই মাসের শেষের দিকে। কিন্তু ততদিনে এমবাপ্পে চলে যাবে ক্লাব ছেড়ে।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।