পাবনা (জেলা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় অবৈধভাবে কৃষি জমিতে মাটি কাটার অপরাধে জাফর আলী নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ, ১৫ মে (রবিবার) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপাশা হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এ অর্থদন্ড প্রদান করেন।
জানা গেছে, ভাঙ্গুড়া উপজেলার খাঁনমরিচ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের জাফর আলী বেশ কিছুদিন ধরেই কৃষি জমিতে মাটিকাটার যন্ত্র এস্কেভেটর (ভেকু) লাগিয়ে মাটি কেটে তা বিক্রি করে আসছিল। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন থেকে তাঁকে অবৈধভাবে মাটি না কাটতে বলা হয়। কিন্তু উপজেলা প্রশাসনের নিষেদের পরেও তিনি ওই গ্রামের কবরস্থানের পাশে বাণিজ্যিক উদ্দেশে মাটিকাটার যন্ত্র এস্কেভেটর (ভেকু) দিয়ে মাটি কেটে তা বিক্রি করে চলছিল। এরই প্রেক্ষিতে ১৫ মে (রবিবার) দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপাশা হোসাইন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ নাহিদ হাসান খান দৈনিক চলনবিলের কথা পত্রিকাকে বলেন, অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে জাফর আলী নামের এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন-২০১০ এর ১৫ (১) ধারায় তাঁকে ৫০ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কৃষি জমিতে যেন কেউ অবৈধভাবে মাটি কাটতে না পারে সে জন্য এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।