নিজস্ব প্রতিবেদক দৈনিক চলনবিলের কথা
অসুস্থতা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। তবে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে। আজ, রবিবার (১৫ মে) সন্ধ্যায় স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্কয়ার হাসপাতালের কাস্টমার ম্যানেজার মুহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, সর্দি-জ্বর নিয়ে গত সপ্তাহে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়াও ওনার ডায়াবেটিস বেড়ে গিয়েছিল। আমাদের চিকিৎসকরা সার্বক্ষণিক ওনাকে দেখাশোনা করছেন। এখন শারীরিক অবস্থা মোটামুটি ভালোর দিকে বলা যায়।
হাসপাতাল থেকে কবে নাগাদ ছাড়া পাবেন জানতে চাইলে তিনি বলেন, শারীরিক অবস্থা যেহেতু উন্নতির দিকে, সেই জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি হাসপাতাল ছাড়তে পারেন। তবে আর কতোদিন হাসপাতালে থাকতে হবে, সেটি চিকিৎসকরাই ভালো বলতে পারবেন বলেও জানান স্কয়ার হাসপাতালের কাস্টমার ম্যানেজার জাহাঙ্গীর আলম।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।