স্পোর্টস নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা
ল্যাতিন আমেরিকার জায়ান্ট ও পৃথিবীর ইতিহাসে সবগুলো বিশ্বকাপে অংশগ্রহণকারী একমাত্র দেশ ব্রাজিলের আগামী বিশ্বকাপের স্কোয়াড কেমন হবে সেটা নিয়ে যেন এখন থেকেই আলোচনার শেষ নেই। কেননা এই দলটির খেলোয়াড়দের পারফর্মেন্স এখন তুঙ্গে। কাকে রেখে কাকে নিয়ে কোচ তিতে যাবেন কাতারে সেটাই এখন সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
বিশেষ করে ব্রাজিলের আক্রমন ভাগ নিয়ে মধুর সমস্যায় পড়তে হবে তিতেকে। সবাই সেরা ছন্দে আছেন। কাকে রাখবেন কাকে ছাড়বেন। সেলেসাও কোচ তিতে কিছুদিন আগে সিবিএফের কাছে ২৩ এর জায়গায় ২৬ সদস্যের দল ঘোষণা করার অনুমতি নিয়েছিলেন।
নেইমারকে লেফট উইং থেকে সরিয়ে এনেছেন তিতে। ব্রাজিল এবং চিলির মধ্যকার শেষ ম্যাচেই দেখা গেছে সেটা। লেফট উইং সামলানোর জন্য এখন আছেন ভিনিসিয়াস জুনিয়র এবং মার্তিনেল্লির মত প্লেয়ার। জাতীয় দলের হয়ে গোলের খাতাও খুলেছেন তিনি। চলতি মৌসুমে ইউরোপের সেরা খেলোয়াড়দের একজন ভিনিসিয়াস জুনিয়র। চলতি মৌসুমে ৪১টি গোলে সরাসরি অবদান রয়েছে তার। ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত পারফর্মেন্সের জন্যই চলতি মৌসুমে এতটা সফল হয়েছে রিয়াল মাদ্রিদ।
ভিনিসিয়াসের এমন পারফর্মেন্সের পর তাকে বাদ দেওয়ার কোন সুযোগই নেই ব্রাজিল কোচ তিতে র। তবে ব্রাজিল কোচ যেন এবার ভিনিসিয়াসকে আরেকটু নিশ্চয়তাই দিয়ে দিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিনিসিয়াসকে নিয়ে তিতে বলেন, “ভিনিসিয়াস জুনিয়র জাতীয় দলে তার জায়গা প্রতিষ্ঠিত করেছে।” ভিনিসিয়াস এবং নেইমার একসঙ্গে একাদশে থাকা মানে প্রতিপক্ষের জন্য খারাপ খবরই। সেজন্য নেইমারকে আর উইংয়ে খেলানো হবে না বলেও জানিয়েছেন তিনি।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।