আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার আটঘরিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে মাজপাড়া ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে আটঘরিয়া পৌরসভাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার (১৮ মে) আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠ চত্বরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাকসুদা আক্তার মাসু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তানভীর ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) মুহাম্মদ আরিফুজ্জামান, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মো. শহিদুল ইসলাম রতন, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন, ফায়ার সার্ভিসের সদস্য সুমন হোসেন, আটঘরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারসহ স্থানীয় গণমাধ্যম কর্মী বৃন্দ।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।