স্পোর্টস নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা
চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে অ্যাঞ্জেল ডি মারিয়ার। পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আর মাত্র এক মাস পরই। কিন্তু কার্যত গতরাতের ম্যাচের পরই শেষ হয়ে গেছে চুক্তি। ৩১ জুনের আগে পিএসজির আর কোন ম্যাচ নেই। গত রাতে নিজেদের সর্বশেষ ম্যাচে মাঠে নেমেছিল পিএসজি। এই ম্যাচে মেটজকে ৫-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে তারা।
এই ম্যাচে পিএসজির হয়ে একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ম্যাচে প্রথম গোলে অ্যাসিস্ট করেন তিনি। আর শেষ গোলটি নিজে করেন। পিএসজির ক্যারিয়ারে সব মিলিয়ে ২৯৫টি ম্যাচ খেলেছেন আর্জেন্টিনার এই তারকা। এই সময়ে তিনি ৯২টি গোল এবং ১১২টি অ্যাসিস্ট করেছেন।
শেষ ম্যাচেও ডি মারিয়ার এমন সাফল্যে খুশি পিএসজি সহ ডি মারিয়ার ভক্ত সমর্থকরা। অসংখ্য ভক্ত অনুরাগী সামাজিক যোগাযোগ মাধ্যমে পরবর্তী ক্লাবে ডি মারিয়াকে শুভকামনা জানিয়েছেন।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।