পাবনা (জেলা) প্রতিনিধি
পাবনার বেড়া উপজেলার আমিনপুরে শিপন খাঁন নামে এক যুবকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদ সড়ক অবরোধ করে ও মানবন্ধন কর্মসূচি পালন করছে পরিবার ও এলাকাবাসী। সোমবার (২৩ মে) আমিনপুর থানাধীন বাঁধেরহাট এলাকায় কাজিরহাট-পাবনা সড়কের উপরে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে।
এ সময় বিক্ষোভকারীরা শিপন হত্যার সাথে জড়িত খুনিদের দৃষ্টাস্তমূলক শাস্তি ও তাদের গ্রেফতারের দাবী জানিয়েছেন। ঘন্টাব্যাপী চলা এই বিক্ষোপ কর্মসূচিতে পরিবারের সদস্যসহ এলাকার শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।
চলতি বছরের ১৫ মে ভাবিকে উত্যক্তের প্রতিবাদ করার জেরে শিপন খান (৩০) নামের এক যুবককে কুপিয়ে ও অমানবিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আমিনপুর থানা এলাকার ঘোপসিলেন্দা গ্রামের মৃত: আজিজ খাঁর ছেলে শিপন। দীর্ঘদিন বিদেশ থাকার পরে দেশে এসে সিলেটে মাটিকাটার মেশিনের কাজ করতেন। ঈদে বাড়ীতে এসে ভাবীকে উত্যক্ত করার পতিবাদ করায় তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
ঘটনার পরে নিহত শিপনের বড় ভাই আলী আকবর নিজে বাদী হয়ে আমিনপুর থানাতে ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও এখনো খুনিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাই খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টাস্ত মূলক শাস্তির দাবী করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।