ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সরকারি খাদ্য গুদামে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ মে) দুপুরে খাদ্য এলএসডি গোডাউনে ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রন্জু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা আইরিন আক্তার, (ভারপ্রাপ্ত) খাদ্য গুদাম কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আমির হোসেন আমির, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সফিউল্লাহ মোল্লাসহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।
চলতি সংগ্রহ মৌসুমে, ভাঙ্গুড়া উপজেলায় ৯০৪ মেট্রিক টন ধান এবং ৫৯৯ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। ভাঙ্গুড়া ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা সানোয়ার হোসেন বলেন, ধান ১০৮০ টাকা মণ ও চাল ১৬০০ টাকা মণ সরকারিভাবে নির্ধারন করা হয়েছে। উদ্ভোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।