পাবনা (জেলা) প্রতিনিধি
পাবনার বেড়ায় অনুমোদনহীন বেকারিতে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪মে) বেড়া উপজেলার কৈতলা ইউনিয়নের মাছখালি বাজারের “সুলতান খাজা” নামক ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন বেড়া সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না।
বেড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার জানান, উপজেলার মাছখালি বাজারের আনোয়ার হোসেন বাবুর মালিকানাধীন ওই অনুমোদনহীন কারখানাটিতে দীর্ঘদিন ধরে অ-স্বাস্থ্যকর পরিবেশে ও ক্ষতিকর রং কেমিক্যাল মিশ্রিত বিভিন্ন প্রকার খাদ্যপণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে বিক্রি করে আসছে এমন অভিযোগের ভিত্তিতে ২৪ মে (মঙ্গলবার) সহকারী কমিশনার (ভূমি’র) নেতৃত্বে পুলিশ কারখানাটিতে অভিযান চালায়।
এ সময় কারখানার মালিক বিএসটিআইয়ের অনুমোদন দেখাতে ব্যর্থ হন। এ সময় ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন প্রকার রং ও কেমিক্যাল ব্যবহার করে খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে কারখানার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা আদায় ও কারখানাটি সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে বিএসটিআইয়ের অনুমোদন সাপেক্ষ কারখানাটি খাদ্য উৎপাদন করতে উপদেশ দেয় আদালত। পরে কারখানা থেকে উদ্ধার করা বিপুল পরিমান বিস্কুট, পাওরুটিসহ নানা খাদ্যসামগ্রী পুড়িয়ে ধ্বংস করা হয়।