পাবনা (জেলা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে দেশীয় অস্ত্র ও মাদকসহ জুয়েল রানা (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে পনেরো কেজি গাজাঁ, দশ গ্রাম হিরোইন, দুইটি রামদা, একটি চাইনিস কুড়াল, দুইটি মোবাইল, মোটরসাইকেল ও মাদক বিক্রির ৫২ হাজার টাকা জব্দ করা হয়।
২৬ মে (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা সদরের শৈলপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। ওই মাদক বিক্রেতা ফতেমোহাম্মদপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) নূরুন নবী জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনা করার জন্য শহরে টহল দিচ্ছিলেন পুলিশ সদস্যরা। তখন গোপন সংবাদের ভিত্তিত দেশীয় অস্ত্র ও মাদকসহ তাকে আটক করা হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, দীর্ঘদিন যাবত জুয়েল আইনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলো। উদ্ধারকৃত আলামত ও আসামীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।