পাবনা (জেলা) প্রতিনিধি
পাবনার কাশিনাথপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে কাশিনাথপুর-বেড়া মহাসড়কের সাটিয়াকোলা চারাবটতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান-বেড়া থেকে কাশিনাথপুর এর উদ্দেশ্যে আসা ভ্যান ও কাশিনাথপুর থেকে যাওয়া ড্রাম ট্রাক এর মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে।
নিহতের নাম এখলাস (১৫)। সে আমিনপুর থানার বাজার আমিনপুরের সালাম শেখের ছেলে। দুর্ঘটনার পরে কাশিনাথপুর ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়। কাশিনাথপুর ফায়ার সার্ভিসের ইনর্চাজ আলামীন জানান-আমরা খবর পাওয়া পরেই ঘটনা স্থলে আসি এবং তাকে মৃত: অবস্থায় পাই। তারপরে সাথিঁয়া থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করি। উল্লেখ্য সাটিয়াকোলা চারাবটতলা স্থানটির রাস্তাটা কিছুটা বাকা হওয়ায় প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটে চলেছে।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।