সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ, বৃহস্পতিবার (২৬ মে) ভোরে রামারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাটোর জেলার বাগাতিপাড়া থানার ছোট পাকা গ্রামের আব্দুল মজিদের ছেলে মকুল হোসেন (৩৫), আবুল হোসেনের ছেলে মনির হোসেন (৩৪), একই থানার বাসাবাড়িয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫), ইজাল হকের ছেলে আব্দুল হালিম ও গুরুদাসপুর থানার জুমাইগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪০)।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও একজন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জের সলঙ্গায় বৃহস্পতিবার ভোরে এমন সড়ক দুর্ঘটনায় নিহত ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান স্থানীয় লোকজন এবং ব্যবসায়ীরা। স্থানীয় এক দোকানদার বলেন, মহাসড়কে কখনোই বেপরোয়া গতিতে গাড়ি চালানো উচিত নয় যেকোন সময় ঘটতে পারে বড় কোন ধরনের দুর্ঘটনা। যে কোন পরিবহনে যাত্রীদের সচেতন হওয়া উচিত এবং যাত্রীদের কথা চিন্তা করে নিজের জীবনের কথা ভেবে নির্দিষ্ট গতিতে গাড়ি চালাবেন বলেও মন্তব্য করেন অনেকে।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।