পাবনা (জেলা) প্রতিনিধি
সম্মেলনের মাধ্যমে পাবনার বেড়া উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে বেড়া পৌরসভার মেয়র এস.এম আসিফ শামস রঞ্জন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রভাষক মুহাম্মদ আবু সাঈদ।
রবিবার (২৯ মে) বিকেল ৩টার দিকে কমিটি ঘোষণা করেন ত্রি-বার্ষিক সম্মেলনস্থলে আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা। এ সময় কার্যকারী সদস্য সৈয়দ আব্দুল আওয়াল শামীম ও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু প্রমুখ। দুপুর আড়াইটার দিকে প্রথম অধিবেশন শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জন্য নাম জমা নেয়া হয়। বেশ কিছুক্ষণ নাম জমা দেওয়ার জন্য সময় দেয়া হলেও নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া আর কেউ নাম জমা দেননি। ফলে দ্বিতীয় অধিবেশনে আমন্ত্রিত অতিথিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের নাম ঘোষণা করেন।
খুব দ্রুত সময়ের মধ্যে বেড়ার আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশ দেন সৈয়দ আব্দুল আওয়াল শামীম। এর আগে নানা বাধার মাঝেও বেলা ১১টার দিকে সম্মেলন শুরু হয়। উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত-যুগ্ম সাধারণ সম্পাদক মোকসেদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল, ডা. রোকেয়া সুলতানা, সৈয়দ আব্দুল আওয়াল শামীম ও শামসুল হক টুকু প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মাজহারুল ইসলাম মানিক, জেলা যুবলীগ নেতা অ্যাড. বেলায়েত আলী বিল্লু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল হক বাবু প্রমুখ। দলের তৃণমূলের কয়েক হাজার নেতাকর্মী মিলিত হয় উপজেলার বিবি হাইস্কুল মাঠ প্রাঙ্গণে। দীর্ঘ ৭ বছর পরে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এই সম্মেলন।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।