পাবনা (জেলা) প্রতিনিধি
পাবনায় নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালন। ‘পুষ্টি পরিবেশ ও আর্থ সামাজিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প’ প্রতিপাদ্যে পাবনায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১ জুন) সকালে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এছাড়া পরে জেলা প্রাণীসম্পদ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেন, ‘শেখ হাসিনা কৃষি ও দুগ্ধ সেক্টরের ব্যাপক উন্নয়ন করেছেন। আজকের দুগ্ধ দিবসের মাধ্যমে সারাদেশে আলোচনা চলছে। ফিড মালিক ও ব্যবসায়ীদের ভাবতে হবে কিভাবে দুগ্ধ খামারিদের বাঁচানো যায়।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন-সংরক্ষিত নারী সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মো. আব্দুল হামিদ মাষ্টার, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আল-মামুন হোসন মন্ডলসহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।